Thursday, June 22, 2017

নিকোটিনের ধোয়া গুলো,
বুকের ভিতরে ধাও ধাও করে জ্বলছে আর জ্বলছে।।😰😰😰
খুব ব্যথা করে বুকে,,
কিন্তু এই ব্যথা তোমার ব্যথার কাছেও

হার মেনে গেছে।।😰😰😰😰😰

বিরহের কবিতা

কোন কারণে সেদিন তোমাকে ফেরাতে পারিনি আমি,,
চোখের সামনে লাল শাড়ি পড়ে ইছামতী নদীর পাড় ঘেসে চলে গেলে অন্যের ঘরে।।

কোন বাধনেও তোমাকে বাধা গেলনা,
কি কারণ ছিলো কিছুই গেলেনা বলে।।
শুধু চেয়ে রইলাম তোমার নতুন গন্তব্যপথে,,
যেখানে আছে তোমার সুখের নীড়,
অনাবিল ভালোবাসা।।

শুধু পরে রইলাম আমি রাস্তার কোন এক পাশে,
তখন কি ছিলো পৃথিবীতে আমার,
আমি ভুলেই নেশার মাঝে ডুবে ছিলাম।।

সেই নেশার গ্লাসেও তুমি ভেষে আসতে,
বার বার চোখ থেকে জল মুছে একটু মিষ্টি হাসি দিয়ে নিজেকে শান্তনা করেছিলাম।

নিজে নিজে তখন ভেবেছিলাম,
তুমি কখনো ই আমার ছিলেনা তা না হলে কেনও এত ভালোবাসার পরও,,
তুমি চলে গেলে আমার পৃথিবী ছেরে।।

একবারও কি ভেবেছিলে তুমি কি নিয়ে আমি বাঁচবো কে দিবে আমায় এত ভালোবাসা।।
আমি একটু বাঁচতে চেয়েছিলাম তোমার মাঝে তোমার ভালোবাসার নীড়ে।।

আজ মনে হচ্ছে ভালোবাসা বলে কিছুই নেই পৃথিবীতে নইলে তোমাকে এ ভাবে কেনোই বা হাবারো আমি।।???

(আমার লেখা ভালো লাগলে আমাকে #Follow  করতে পারে)