Tuesday, June 13, 2017

বিরহের কবিতা

আর আসবে না ফিরে হয়তো নীল তোমাদের মাঝে,
চলে যাবে সব মায়া ছিন্ন করে
দূর থেকে আরো দূরে বুহুদুরে।।

যে আশায় বাধিয়ে ছিলো ঘর,,
সে আশা টা খেলো পোকামাকড়।।

আর নেই কোন আশা নেই কোন ভালোবাসা,,
তবুও চেয়ে থাকে ঐ দুটি চোখের দিকে,
কখন যে তার মৃত্যু হয়।।

শাহীন নীল।।