Thursday, June 15, 2017

বাংলা কবিতা

অভিমানী,,
খুব কাছ থেকে পেতে চাই তোমায়,,
তুমি যতটাই দূরে সরাও আমায়,
আমি কিন্তু ভালোবাসি শুধুই তোমায়।।

ভালোবেসেছি তোমায় আমি
মনের গভীর থেকে।।

শুধু মনে রেখ অভিমানী,,
একদিন ঠিকই আৎসমর্পন করবে তুমি,
হয়তো সেদিন থাকবো না আমি।।

লিখা:-শাহীন নীল।

কান্না

তুই কাঁদতে পারিস।
চোখের জলের সাথে সাথে দুঃখ গুলোও মুছে ফেলে দিস।।
আর আমি,,
আমি যে কাঁদতে পারিনা রে।
আমার চোখের জল যে বরফের মত জমাট বাধা।।
আধার ঘরে চুপটি মেরে বসে থাকা
হৃদয়ে আমার।।
আমি কিভাবে কাঁদি,,
কিভাবে মুছে ফেলি দুঃখগুলো।।

তুই কাঁদলে হয়ত বালিস ভেজে,
কেউ শিয়রের পাশে বসে সান্তনার
মিষ্টি বানীতে তোর দুঃখ ভুলায়।।
আমার চোখ যে পাথর,
সেখানে জল গড়িয়ে বালিস ভেজে না,
মিথ্যে সান্তনাতে দুঃখ মুছে না,
তুই বল,,
আমি কিভাবে কাঁদি।।

@[100016694160229:]
@[173497349514751:]