Wednesday, September 27, 2017

আমার মৃত্যু

আমার লাশের পাশে রাখা
আগরবাতির ঘ্রাণ,
তোমাকে ঘুমাতে দিবে না,
তুমি ঘুমাতে চাইলেও পারবেনা,
আমার স্মৃতি গুলো চারিদিকে শুধু,
তোমায় ডাকবে।।

এই ভাবে কেটে যাবে
বছররের উপর বছর খানি,
একদিন তুমি বুড়ি হবে,
তোমার চুল পাকা ধরবে,
তোমার হাতে লাঠি থাকবে,
একদিন তুমি ফিরে এসো সেই পথে,
যে পথে আমার মৃত্যু হয়েছে।।

তখন হয়তো তুমি মুক্তি পাবে,
আমার আত্মার স্বাদ মিটবে,
আমার আত্মা হবে তখন মুক্ত,
আমি থাকবো অপেক্ষায়
পরো জনমের জন্য।।

এই জনমে তো তুমি আমার হলেনা,
পর জনমে মনের মানুষ হয়ে,
দুজনে আবারো জন্ম নিবো,
এই সুন্দর পৃথিবীতে।।

Thursday, September 21, 2017

জবাব দাও

জবাব দাও

- শাহীন নীল

আমি দেশ ভক্ত নাগরিক,
আমি কি মুসলিম, নাকি হিন্দু,নাকি খ্রিষ্টান,
না অন্য কোন জাতের জাতি,
আমার সব চেয়ে বড় পরিচয়,
আমি একজন মানুষ এই দেশের নাগরিক।।

তাহলে আজকে কেনো এত নিতি কথা,
কেন এত শাসন কেন এত ধর্ম,
ধর্ম যার যার এটা সবাই জানে,
তবুও কেনোও এত অবহেলা মানুষের।।

আমি রাজনীতি বুঝিনা,
আবার রাজনীতি ছাড়া আমার চলেনা,
কারণ আমার যে পেট আছে,
আছে বড় সংসার।।
তাদের কে দেখার জন্য,
আমাকে রাজনীতি করতে হয়,
আমি খুনাখুনির লাল রঙ নিয়ে খেলিনা,
আমি রাজনীতি করি দেশকে বাঁচানোর জন্য,
সংসারকে বাঁচিয়ে তুলার জন্য,
তাহলে কেনও তোমরা খুনাখুনি করো,
রাজনীতি নিয়ে।।
কিসের এত অহংকার কিসের এত বড়াই,
আজকে মরলে কালকে তোমার ঠাই নাই,
দেহ খাবে কে ভাই।।

শুধু জানতে চাই,
দেশ কি আমার না তোমার,
না দুজনার,
যদি হয় দুজনার,
তাহলে তুমি আমার ভাই নহে বন্ধু,
তারপরেও কেন মারো আমায়।।

আমার তো জন্ম হয়েছে মরার জন্য,
তবে তোমাদের হাতে কেনও মরছি,
আমাকে জবাব দাও,
কেনো আমাকে খুন করতে চাও।।
আমাকে জবাব দাও,
কেনো আমাকে মারতে চাও।।
আমাকে জবাব দাও,
কেনো আমাকে দেশ,
থেকে বের করতে চাও।।