আজকে তার বিয়ে সে চলে যাবে"
অনেক দূরে অজানা কোন সুখের নীড়ে"
লাল টুকটুক একটি শাড়ি পরে"...!!
জানালার ফাক দিয়ে তাকে দেখলাম' আজকে খুব সুন্দর লাগছে'"
দেখতে ঠিক একটা পরীর মত"...!!
হয়তো সে আমাকে আর কখনো মনে
করবেনা বা মনে পড়বে না"...!!
আমার কথা গুলো সে সব ভুলে যাবে"
হয়তো তার কাছে আমি একজন মৃত্যু ব্যক্তি হয়ে যাবো"...!!
তার ছোট ছোট অভিমান গুলো হয়তো"
আমি আর ভাঙাতে পারবোনা"
রাত জেগে কোন গল্প বা কথা হবেনা'.!!
হবেনা আর ফোনের ওপার থেকে'
ছোট ছোট শব্দ করে বলবেনা কেউ'
এই অনেক রাত হলো এখন ঘুমিয়ে যাও সকালে আবার কথা হবে জান'....!!
কলেজের ফাঁকেফাঁকে তাকে নিয়ে আর ঘুরা হবে না আমার"
কোচিং এর ফাকে গল্প করা"
পাশাপাশী টেবিলে বসে থাকা"
দুজনার দুটি হাত আর কখনো এক সাথে হবেনা"....!!
ইছামতী নদীর পাড়ে সেই মেলাতে"
দুজনার আর কখনো দেখা করা হবেনা"
রাজাবাড়ি গিয়ে আর বসে থাকা"
দুজনার হাতে হাত রেখে সাথে চিনা বাদাম
নিয়ে বসে খাওয়া আর হবেনা'....!!
সে আজকে চলে যাচ্ছে ভাবতে কেমন যেন লাগছে"
হয়তো সে ওখানে অনেক সুখে থাকবে'
ভালোবাসার নীড় খুঁজে পাবে"...!!
আজকে আমার কান্না পাচ্ছে না"
আমার মন শুক্ত হয়ে আছে'
তবে ভাবতে অবাক লাগছে আমার পাখি
চলে যাবে অনেক দূরে"...!!
যদি ভুল করে আবার কোন রাস্তার পাশে'
চলার পথে দেখা হয়ে যায়'...!!
তখন পাশ কেটে চলে যাবো আমি
চাই সে সুখে থাকোক"
তার সুখের ভুবনে আমি কোন ঝড়
হয়ে আসতে চাই না"....!!
আমি না হয়ে অনেক দুরে'ই' চলে যাবো'
তার পথে কাটা হয়ে থাকবো না'...!!
কষ্টের পাহাড় বুকে নিয়ে'
ভালোবাসার স্মৃতি গুলোকে মাটি চাপা
দিয়ে মিথ্যে হাসি মুখে নিয়ে'
বেঁচে থাকবো"
তবুও বলবো সুখে থাকুক ভালোবাসা"...!!
সুখে থাকুক তার স্বপ্ন গুলো নিয়ে'...!!
অনেক দূরে অজানা কোন সুখের নীড়ে"
লাল টুকটুক একটি শাড়ি পরে"...!!
জানালার ফাক দিয়ে তাকে দেখলাম' আজকে খুব সুন্দর লাগছে'"
দেখতে ঠিক একটা পরীর মত"...!!
হয়তো সে আমাকে আর কখনো মনে
করবেনা বা মনে পড়বে না"...!!
আমার কথা গুলো সে সব ভুলে যাবে"
হয়তো তার কাছে আমি একজন মৃত্যু ব্যক্তি হয়ে যাবো"...!!
তার ছোট ছোট অভিমান গুলো হয়তো"
আমি আর ভাঙাতে পারবোনা"
রাত জেগে কোন গল্প বা কথা হবেনা'.!!
হবেনা আর ফোনের ওপার থেকে'
ছোট ছোট শব্দ করে বলবেনা কেউ'
এই অনেক রাত হলো এখন ঘুমিয়ে যাও সকালে আবার কথা হবে জান'....!!
কলেজের ফাঁকেফাঁকে তাকে নিয়ে আর ঘুরা হবে না আমার"
কোচিং এর ফাকে গল্প করা"
পাশাপাশী টেবিলে বসে থাকা"
দুজনার দুটি হাত আর কখনো এক সাথে হবেনা"....!!
ইছামতী নদীর পাড়ে সেই মেলাতে"
দুজনার আর কখনো দেখা করা হবেনা"
রাজাবাড়ি গিয়ে আর বসে থাকা"
দুজনার হাতে হাত রেখে সাথে চিনা বাদাম
নিয়ে বসে খাওয়া আর হবেনা'....!!
সে আজকে চলে যাচ্ছে ভাবতে কেমন যেন লাগছে"
হয়তো সে ওখানে অনেক সুখে থাকবে'
ভালোবাসার নীড় খুঁজে পাবে"...!!
আজকে আমার কান্না পাচ্ছে না"
আমার মন শুক্ত হয়ে আছে'
তবে ভাবতে অবাক লাগছে আমার পাখি
চলে যাবে অনেক দূরে"...!!
যদি ভুল করে আবার কোন রাস্তার পাশে'
চলার পথে দেখা হয়ে যায়'...!!
তখন পাশ কেটে চলে যাবো আমি
চাই সে সুখে থাকোক"
তার সুখের ভুবনে আমি কোন ঝড়
হয়ে আসতে চাই না"....!!
আমি না হয়ে অনেক দুরে'ই' চলে যাবো'
তার পথে কাটা হয়ে থাকবো না'...!!
কষ্টের পাহাড় বুকে নিয়ে'
ভালোবাসার স্মৃতি গুলোকে মাটি চাপা
দিয়ে মিথ্যে হাসি মুখে নিয়ে'
বেঁচে থাকবো"
তবুও বলবো সুখে থাকুক ভালোবাসা"...!!
সুখে থাকুক তার স্বপ্ন গুলো নিয়ে'...!!
No comments:
Post a Comment