Thursday, December 21, 2017

অণু কবিতা

অণু কবিতা,
        - শাহীন নীল
----------------------------
তোর হাসিতে সূর্য হাসতো,
তোর হাসিতে তারাগুলো এক সাথে গল্প করতো,
তোর হাসিতে ফুলোগুলো,
ফুটে উঠে পাপড়ি মেলে দাঁড়াত।।
তোর হাসিতে মিল রেখে,
গাছে বসে পাখি গান গাইতো।।
তোর হাসি আজও আমাকে ভীষণভাবে কাঁদায়,
তোর হাসিতে একা একা,
রাত কে বলি মিথ্যে কথা,
ভোর কে সাজাই কান্না দিয়ে,
দিনটি যায় আমার একা একা।।

Friday, October 13, 2017

অন্ধকার পৃথিবী

অন্ধকার পৃথিবী,
_______শাহীন নীল।

আকাশের বুকে মায়াবী চাঁদ
একটু একটু করে লুকিয়ে যাচ্ছে,
নির্ঘুম রাত জেগে বসে আছি আমি একা,
স্বপ্ন দেখা হয়না এখন,
শুধু অপেক্ষা তোমারি,
সোনালি ভোর আসবে বলে।।

প্রতিটি রাত জেগে থাকা ছেলেটি,
হয়তো একদিন আর রাত জাগবে না,
তার পৃথিবীটাই হয়ে যাবে অন্ধকার রুপ।।

আর দেখা হবে না,
সোনালি সকাল
দেখা হবে না তোমার হাসি ভরা মুখ,
আলতা পায়ে নদীর ঘাটে,
হবেনা আর কোনদিন দেখা হবেনা।।

একদিন চলে যাবে ছেলেটি,
সব মায়ার বাঁধন ছিন্ন করে,
ঘুমিয়ে যাবে অন্ধকার পৃথিবীতে,
আর জাগা হবে না নির্ঘুম রাত।।

স্বপ্ন গুলো হয়ে যাবে একা,
তাদের নিয়ে চোখের পর্দার সামনে
আর রাখা হবে না কোনদিন।।

হবে না আর ছোঁয়া তোমার হাত দুটি,
রাখা হবেনা চোখে চোখ,
হবেনা আর দেখা লম্বা কেশ ছেড়ে দিয়ে,
পা ঝুলিয়ে বসে থাকা নদীর পাড়ে,
হবেনা আর কোনদিন দেখা হবেনা।।

Friday, October 6, 2017

তুমি শুধু আমার: কষ্টের শিকল

তুমি শুধু আমার: কষ্টের শিকল

কষ্টের শিকল

আমি যে আর পারিনা,
আমায় যে অশ্রু জুড়িয়ে ধরে দুচোখ,
পারিনি মুছে দিতে তোমার সেই হাসি,
আমার মন থেকে।।

আমি যে আর পারিনা,
পারিনা তোমায় ছেড়ে একা থাকতে,
কষ্টের শিকল পুড়িয়ে,
উড়াল দিলে অন্য আকাশে।।

আমি যে আর পারিনা,
পারিনা ভাবতে নীলাম্বরী তুমি অন্য কারো হবে।।

Wednesday, September 27, 2017

আমার মৃত্যু

আমার লাশের পাশে রাখা
আগরবাতির ঘ্রাণ,
তোমাকে ঘুমাতে দিবে না,
তুমি ঘুমাতে চাইলেও পারবেনা,
আমার স্মৃতি গুলো চারিদিকে শুধু,
তোমায় ডাকবে।।

এই ভাবে কেটে যাবে
বছররের উপর বছর খানি,
একদিন তুমি বুড়ি হবে,
তোমার চুল পাকা ধরবে,
তোমার হাতে লাঠি থাকবে,
একদিন তুমি ফিরে এসো সেই পথে,
যে পথে আমার মৃত্যু হয়েছে।।

তখন হয়তো তুমি মুক্তি পাবে,
আমার আত্মার স্বাদ মিটবে,
আমার আত্মা হবে তখন মুক্ত,
আমি থাকবো অপেক্ষায়
পরো জনমের জন্য।।

এই জনমে তো তুমি আমার হলেনা,
পর জনমে মনের মানুষ হয়ে,
দুজনে আবারো জন্ম নিবো,
এই সুন্দর পৃথিবীতে।।

Thursday, September 21, 2017

জবাব দাও

জবাব দাও

- শাহীন নীল

আমি দেশ ভক্ত নাগরিক,
আমি কি মুসলিম, নাকি হিন্দু,নাকি খ্রিষ্টান,
না অন্য কোন জাতের জাতি,
আমার সব চেয়ে বড় পরিচয়,
আমি একজন মানুষ এই দেশের নাগরিক।।

তাহলে আজকে কেনো এত নিতি কথা,
কেন এত শাসন কেন এত ধর্ম,
ধর্ম যার যার এটা সবাই জানে,
তবুও কেনোও এত অবহেলা মানুষের।।

আমি রাজনীতি বুঝিনা,
আবার রাজনীতি ছাড়া আমার চলেনা,
কারণ আমার যে পেট আছে,
আছে বড় সংসার।।
তাদের কে দেখার জন্য,
আমাকে রাজনীতি করতে হয়,
আমি খুনাখুনির লাল রঙ নিয়ে খেলিনা,
আমি রাজনীতি করি দেশকে বাঁচানোর জন্য,
সংসারকে বাঁচিয়ে তুলার জন্য,
তাহলে কেনও তোমরা খুনাখুনি করো,
রাজনীতি নিয়ে।।
কিসের এত অহংকার কিসের এত বড়াই,
আজকে মরলে কালকে তোমার ঠাই নাই,
দেহ খাবে কে ভাই।।

শুধু জানতে চাই,
দেশ কি আমার না তোমার,
না দুজনার,
যদি হয় দুজনার,
তাহলে তুমি আমার ভাই নহে বন্ধু,
তারপরেও কেন মারো আমায়।।

আমার তো জন্ম হয়েছে মরার জন্য,
তবে তোমাদের হাতে কেনও মরছি,
আমাকে জবাব দাও,
কেনো আমাকে খুন করতে চাও।।
আমাকে জবাব দাও,
কেনো আমাকে মারতে চাও।।
আমাকে জবাব দাও,
কেনো আমাকে দেশ,
থেকে বের করতে চাও।।